Connecting You with the Truth

কাউনিয়ায় বালাপাড়া ইউপি’র ভিজিএফ এর চাউল বিতরণ

মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য চাউল বরাদ্ধ দিয়েছে। এবারে বালাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৮ হাজার ৯ শ’ ৮৯ জন পরিবারের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা। এসময় ইউপি চেয়ারম্যান আনছার আলী, ট্যাগ কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, ইউপি সচিব আকরাম হোসেন, সকল ইউপি সদস্য, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments
Loading...