Connecting You with the Truth

কাউনিয়ায় মোটরসাইকেল চোরাচালানকারী আটক

কাউনিয়া প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় বুধবার প্রেস লেখা সম্বলিত চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর দলের আনারুল ইসলাম ওরফে রানা (৩২) নামে এক সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। সে উপজেলার মীরবাগ সাধু কুঠিরপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, একটি চোরাই মোটরসাইকেল সাধু কুঠিরপাড় গ্রামে আনারুল ইসলাম ওরফে রানার হেফাজতে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আড়াইটার দিকে রানার বাড়িতে অভিযান চালিয়ে প্রেস লেখা সম্বলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার সন্দেহে রানাকেও আটক করে পুলিশ। আটক রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার নামে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আরো বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Comments
Loading...