কাউনিয়ায় শেখ রাসেলের ৫২তম জন্মদিন পালিত
মিজানুর রহমান কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থা সভাপতি সোমা রানী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশুশেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নিষ্ঠুর ভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার প্রোগ্রেস কিন্টার গার্ডেন স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থা উপজেলা কমিটি অয়োজনে ও রংপুর বিভাগীয় কমিটির সহযোগিতায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, বিশেষ অতিথি শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থা বিভাগীয় সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম প্রিন্স, সমবায় কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম, অধ্যক্ষ মো. আবু হাসান, উপজেলা সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহ্মুদুল হাসান(পিন্টু), যুগ্ন সম্পাদক সুজন কুমার, সাংগাঠনিক সম্পাদক আলী আকবর(হালিম), প্রচার সম্পাদক মো. সোহাগ সরকার, শিশু বিষয়ক সম্পাদক দিলরুবা ইয়াসমিন, কোষাধক্ষ্য রমনীকান্ত প্রমূক।
অনুষ্ঠান টি পরিচালনা করেন হেমাইদুল ইসলাম(মানিক)।বিডিপত্র/আমিরুল