Connecting You with the Truth

কাউনিয়ায় সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন

মিজান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবণ ও হলরুমের শুভ উদ্বোধন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার বিকালে উপজেলা চত্বরে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ নির্মান প্রকল্পের জি ও বি অর্থায়নে এল জি ই ডি এর বাস্তবায়নে চুক্তি মুল্য ৪কোটি ১৫ লক্ষ ১২হাজার ৩শত ৭৮টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবণ ও হলরুম উদ্বোধন করা হয়েছে।

উক্ত ভবন ২টি ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান(মিঠু), উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.আনোয়ারুল ইসলাম মায়ার, সাধারন সম্পাদক এম এ হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. দিলদার আলী, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আশরাফুল ইসলাম, মো. ছাইফুল ইসলাম(সেলিম), মো. জয়নাল আবেদীন, যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর হাসান, আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনছার আলী, আবুল কাশেম, মো. সফিকুল ইসলাম(সফি), সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মন্তাজ আলী, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান(রনি), উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি ও জেলা যুবলীগ সদস্য মো. ফিরোজ সরকার, উপজেলা সাবেক ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক গোলাম সারওয়ার আনছারী বাবু, উপজেলা যুবলীগ নেতা জমশের আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক আমীন আনছারীসহ জেলা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মতর্কা ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন ও আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্ঠি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্প এর আওতায় ৮টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments
Loading...