কাউনিয়ায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
কাউনিয়া প্রতিনিধি, রংপুর: “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় সরকারের গৌরবময় অর্জন ও উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগনের মাঝে তুলে ধরার লক্ষ্যে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা/১৮ইং সাফল্যের আলোকিত প্রমাণ্যচিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিডিও কনফারেন্স প্রদর্শন এর মাধ্যমে উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ১১জানুয়ারী সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে। এবারের উন্নয়ন মেলা সরকারী ও বে-সরকারী দপ্তরের ৪০টি ষ্টলের অংশ গ্রহনে মনোরম পরিবেশে নানা উপকরন দিয়ে সাজানো হয়েছে। এসময় বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, কোম্পানী কমান্ডার সর্দার আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সুধীবৃন্দ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্নয়ন মেলার প্রথম দিনের সমাপ্তি ঘটে।