Connecting You with the Truth

কাউনিয়া কলেজ’র শিক্ষক প্রতিনিধি নির্বাচনে পুনরায় প্রভাষক হীরা ও প্রভাষক শফিকুল বিজয়ী

প্রভাষক শফিকুল ইসলাম
প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা

মিজান,কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজ’র পরিচালনা পরিষদ এর শিক্ষক প্রতিনিধি নির্বাচন বুধবার(১২অক্টোবর) দুপুরে শিক্ষক হলরুমে অনুষ্ঠিত হয়।

৩জন শিক্ষক এতে প্রতিদ্বন্দ্বীতা করে পুনরায় প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা ৬১ভোট পেয়ে প্রথম এবং প্রভাষক শফিকুল ইসলাম ৪৮ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ড.শ্বাশত ভট্রাচার্য আর সহকারী প্রিজাইডিং হিসাবে ছিলেন সহকারী অধ্যাপক হোসনে আরা বানু।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মূসা আহম্মদসহ কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

Comments
Loading...