Connecting You with the Truth

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৭০

নিউজ ডেস্ক:
কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে মার্কিন বাহিনীর ১৩ জন এবং ৩ জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। -সিএনএন। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি ওই কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলায় আহত হয়েছে দুই শতাধিক।

আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণে তাদের ১৩ জন সেনা নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে আইএস খোরাসান শাখা।

এদিকে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে আরও হামলার ঝুঁকি রয়েছে। তারা এসব ঝঁকি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।

পেন্টাগনের প্রেস সচিব জন কিবরি বলেন, আমরা মনে করি হামলার আরও হুমকি রয়েছে। হামলার সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এসব হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি।

Comments
Loading...