কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ রায় পড়ে শুনানো হয়েছে কামারুজ্জামানকে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল বিভাগের দেয়া রায়ের কপি পড়ে শুনানো হয়েছে। এর আগে, ট্রাইব্যুনাল-২-এর নির্দেশে এই রায় কারাগারে পাঠানো হয়।
বিকেলে রায়ে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি সই করেন। পরে রায়ের কপি নিয়ে যাওয়া হয় সুপ্রীম কোর্টের রেজিস্ট্রারের কাছে। রেজিষ্ট্রারের কাছ থেকে তা ট্রাইব্যুনালে পাঠানো হয়।এরপরই ট্রাইব্যুনাল তা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রায়ের কপি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানোর কথা রয়েছে।
এদিকে, আলবদর নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার পর, প্রস্তুত করা হয় ফাঁসির মঞ্চ। সোমবার শেষবারের মত কামারুজ্জামানের সাথে দেখাও করেছেন তার পরিবার।