কারমাইকেল কলেজে কাকাশিস’র আয়োজনে সৈয়দ শামসুল হক স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবাদ পুরুষখ্যাত প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে কারমাইকেল কলেজে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের বাংলাবিভাগ সংলগ্ন লিচুতলার সংস্কৃতিমঞ্চে কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ (কাকাশিস) স্মরণসভার আয়োজন করে।
কাকাশিস এর সভাপতি চন্দন সাহা বাপ্পীর সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদ্বীপ বর্মন, প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক বাহারুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুর রাজ্জাক ও কাকাশিস এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সব্যসাচী সাহা।
আলোচনার পূর্বে কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে কবির অমর সৃষ্টি তুলে ধরে গান, কবিতা-গল্প ও নাটকের অংশ বিশেষ পরিবেশন করে কাকাশিস এর শিল্পীরা।