Connecting You with the Truth

কারমাইকেল কলেজে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

CARMICLE COLLAGE PHOTO  ব্যুরো প্রধান, রংপুর:

গত বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে কলেজের প্রবেশদ্বারে ভগ্নদশা রাস্তাটির সংস্কারের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকশির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্ট এর জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড প্রমুখ। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে। ছাত্র ফ্রন্টের এ উদ্যোগের সাথে সংহতি জানিয়ে এ সময় আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্র ইমরান সরকার, প্রাণিবিদ্যা বিভাগের ২য় বর্ষের ছাত্রী শাপলা রায়, পদার্থ বিজ্ঞান বিভাগের রিপন রায়, গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহফুজ হোসেন ডলারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের প্রবেশ মুখের ভগ্নদশা এই রাস্তাটি কলেজের ২৬ হাজার শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর জন্য লজ্জাজনক। অবিলম্বে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট দূর করতে হবে নতুবা অবরোধ-ধর্মঘটসহ কঠিন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা করা হয়।

Comments
Loading...