কারাগারে মীর কাসেম পরিবারের ৪৬ সদস্য
ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে শেষ সাক্ষাতের জন্য পরিবারে ৪৬ সদস্য কারাগারে গেছেন।
কারা সূত্রে জানা গেছে, শনিবার বেলা তিনটা ৪০ মিনিটে ছয়টি মাইক্রোবাসে করে কাসেম আলীর স্ত্রী, ছেলে, ছেলের বউ, তাদের শিশু সন্তান ও স্বজনসহ ৪৬ জন কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে উপস্থিত হয়। এদের মধ্যে ২৬ জনকে সাক্ষাতের জন্য অনুমতি দেয়া হবে। জেল সুপার প্রসান্ত কুমার বনিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।