কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ।
আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফতেবাহাদুর (ইচাগুরা) গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধের যেরে আ: মালেক বেপারীর দুই ছেলে ঢাকায় অবস্থান করলেও মিথ্যা মামলায় জরিয়ে তাদের হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। গত ২২জুন ২০১৬ইং কালকিনি থানায় একই গ্রামের জব্বার হাওলাদার এ মামলা দিয়ে হয়রানী করছেন। মামলা নং ১৫৪/১৬ কালকিনি থানা।
ভুক্তভোগি পরিবারের অভিযোগ সুত্রে জানা যায় ৮২নং চরফতেবাহাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মালেক বেপারীর ব্যক্তি মালিকায় প্রতিষ্ঠিত। স্কুলের দলিলকৃত জমি জবরদখল করে জব্বার হাওরাদার গংরা দীর্ঘদিন ভোগ দখল করে আছে। জমির মালিকানা সুত্রে স্কুলের জায়গার পরিবর্তে ঐ জমি মালেক বেপারীর ভোগ দখর করার কথা। কিন্তুু জব্বার হাওলাদার, মন্টু হাওলাদার, সিদ্দিকী হাওলাদার ও ইউনুছ হাওলাদার পেশি শক্তি ও ক্ষমতা বলে জোর করে জবর দখল করে রয়েছে। ২০জুন সন্ধায় নামাজ পরে বের হলে মালেক বেপারীকে জব্বার হাওলাদার গংরা মারধর করতে থাকলে তার ডাক চিৎকারে স্ত্রী ফোকরন বেগম এগিয়ে আসলে তাকেও এলোপাথারী মারধর করে এতে তিনি আহত হয়ে কালকিনি সদর হাসপাতালে ভর্তি হন। অন্য দিকে জব্বার হাওলাদার তার বৃদ্দা মাকে হাসপাতালে ভর্তি করে মালেক বেপারীর ঢাকায় অবস্থান করা ছেলেসহ ৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মালেক বেপারীর বড় ছেলে মো: ফরহাদ হোসেন বেপারী বলেন, আমরা দুই ভাই ঢাকায় ব্যবসা ও চাকুরী করি। কর্ম ব্যস্ততার জন্য গ্রামের বাড়ীতে ঠিকমত যাওয়া হয়না। বাড়ীতে আমার মা আর বাবা থাকে আর একটি বোন তাকে বিয়ে দেয়া হয়েছে। আমার মা-বাবাকে মারধর করলো ওরা আবার ওরাই আমার ছোট ভাইকেসহ আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
কালকিনি থানা অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে তদন্ত করলেই মুল বিষয়টা বেরিয়ে আসবে।
এব্যাপরে জব্বার হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।