কালকিনিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর শীতবস্ত্র বিতারণ
আশরাফুর রহমান, কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর, কয়ারিয়া, সাহেবরামপুর, সিডিখান, শিকারমঙ্গল ও কালকিনি পৌরসভার কয়েকটি গ্রামে আনারননেছা টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এর সহযোগিতায় ৫দিন ব্যাপি ৮হাজার শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতারণ করেছেন। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর রমজানপুর নতুন বাজার কৃষি ব্যাংকের সামনে বসে এ কম্বল বিতারণ করা হয়।
দক্ষিন রমজানপুর গ্রামের আমেনা বেগম, আমানুল্লা বেপারী, সিডিখানের মাথাভাঙ্গা গ্রামের মো: সুবেদার সরদার, রহিমা খাতুন, উত্তর রমজানপুরের সালাউদ্দিন বেপারী, ইবরাহীম বেপারী, সখিনা বিবি, রাহেলা খাতুনসহ শতাধিক শিতার্থ ব্যাক্তি জানান আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই কারন আমাদের এলাকার গরিবের বন্ধু আবদুস সোবাহান গোলাপকে তার কাছে রাখায় আমরা তার কাছ থেকে প্রতি বছরই কম্বল পেয়ে থাকি। আমরা গোলাপকে দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবি করুন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ বলেন, আমার বাবা প্রতি বছর শিতের সময় শিতার্থদের মাঝে শিতবস্ত্র বিতারণ করতেন তার ধারা বাহিকতায় আমিও প্রতি বছর শিতবস্ত্র দিয়ে থাকি।