Connecting You with the Truth

কালীগঞ্জে একমাস ব্যাপি ডায়াবেটিকস ক্যাম্প সমাপ্ত

লালমনিরহাটে

শুভ জেসমুল, কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ ও ব্র্যাক ভোটমারী পল্লীসমাজের উদ্যোগে এক মাস ব্যাপি ডায়াবেটিকস ক্যাম্প আজ মঙ্গলবার সমাপ্ত হয়েছে। মাসব্যাপি উক্ত কর্মসূচিতে ব্রাকের স্বাস্থ্য কর্মী নাহিদা বেগম ও ড. শাহীন আলম মোট ৯টি ক্যাম্প করে ১৭০ জন ডায়াবেটিকস রোগির পরীক্ষা করেন। এসময় তাদেরকে সহযোগিতা করেন এএসএম মো. শাহাজান ও মোছা. সাফিহা বেগম। উক্ত ক্যাম্পকে সাধুবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগন।

Comments