Connecting You with the Truth

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

mrittuলালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে দায়িত্ব পালনকালে ট্রেনের ধাক্কায় বিশ্বনাথ (৫৪) নামে এক আনসার ও ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। গত কাল সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের তুষভান্ডার উত্তর ঘনেশ্যাম এলাকা থেকে তার ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত বিশ্বনাথের বাড়ি কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৭১৩ নম্বর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আসার আগে লাইন দেখতে তাবু থেকে বের হন আনসার সদস্য বিশ্বনাথ। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাবুর অন্যান্য আনসার সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর লাইনের পাশে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে লালমনিরহাট রেলওয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এনতাজুল হক জানান, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments