Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে স্ত্রী-কন্যাকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

কালীগঞ্জ সংবাদদাতা, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামে যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রী সাবিনা (২৬) ও কন্যা আয়শা সিদ্দিকীকে (২) শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী আব্দুর রউফ (৩২)। এ ঘটনায় সকালেই পুলিশ আব্দুর রউফকে আটক করেছে।

সোমবার রাত একটায় উপজেলার তারালী গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক আব্দুর রউফ একই উপজেলার ঘোনা গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে।

নিহত সাবিনার মা জাহানারা বেগম জানান, রউফ রাতে তাদের বাড়িতে ছিল। রাত হঠাৎ শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম থকে উঠে তিনি দেখেন রউফ সাইকেল নিয়ে বের হয়ে যাচ্ছে। এ সময় তিনি সাবিনার ঘরে গিয়ে দেখতে পান দু’জনের নিথর দেহ পড়ে আছে।

কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন জানান, রউফের মা সম্প্রতি ছাদ থেকে পড়ে আহত রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে বেশ কিছু বিল তাদের বকেয়া পড়ে। যা রউফ পরিশোধ করতে পারছিল না। এ নিয়ে সাবিনাকে টাকার জন্য চাপ দিচ্ছিল, এ কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। এরই প্রেক্ষিতে এ ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.