কালীগঞ্জ ভোটমারীতে ঢাকনাবিহীন ক্যানেলে এলাকাবাসির দুর্ভোগ
কালীগঞ্জ, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার ভোটমারী রেল স্টেশন থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটিতে সম্প্রতি একটি ক্যানেল স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, উক্ত রাস্তা ও ক্যানেলটির পাশেই ভোটমারী হাই স্কুল। কিন্তু ক্যানেলের ঢাকনা না থাকায় স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির চলাচলে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। এ বিষয়ে ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফুল ইসলাম জানান, ক্যানেলে ঢাকনা না থাকায় ছাত্র-ছাত্রীদের চলাচলে অনেক সমস্যা দেখা দিচ্ছে। বর্ষাকালে ক্যানেলটি থেকে পানি ওঠাসহ দুর্গন্ধ ছড়ায় সব সময়। এতে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। তাছাড়া স্কুলের শিক্ষার্থীদের ক্যানেলে পরে যাওয়ার ঝুঁকি তো থাকছেই। এই বিষয়ে ভোটমারী ইউপি চেয়ারম্যান জামিল মেহেদী জানান, ক্যানেলটি তৈরিতে আমাদের যে বরাদ্দ দেয়া হয়েছে তা ক্যানেলটি তৈরিতেই শেষ হয়ে গেছে। তাই এতে ঢাকনা স্থাপন সম্ভব হয়নি। পুনরায় বরাদ্দ আসলে আমরা অসমাপ্ত কাজ সমাপ্ত করব।