Connecting You with the Truth

কালীগঞ্জ রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Kaligonj Lalmonirhat2
নির্বাচনে বিজয়ী সভাপতি মোকলেছুর রহমান টুকু ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জুয়েল। 

জেসমুল হোসেইন, কালীগঞ্জ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরি পরিষদ নির্বাচন আজ শুক্রবার সকাল ১১টায় তুষভান্ডার বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোকলেছুর রহমান টুকু ও সাধারণ সম্পাদক পদে হাসানুজ্জামান জুয়েল নির্বাচিত হন।
জানা গেছে, কালীগঞ্জ রিপোটার্স ক্লাবের কার্যকরী পরিষদের মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় রিপোটার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ৯টি পদে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন, সভাপতি- মোকলেছুর রহমান টুকু (যুগের আলো), সহ-সভাপতি- মশিউর রহমান তরু (কুড়িগ্রাম খবর), সাধারণ সম্পাদক-হাসানুজ্জামান জুয়েল (দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক- এ,এস,এম রবিউল ইসলাম রয়েল (দৈনিক পক্ষকাল), কোষাধ্যক্ষ- রাশেদুল হক বিপ্লব (দৈনিক পরিবেশ), ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- জেসমুল হোসেইন শুভ (অনলাইন জেটিভি), দপ্তর ও যোগাযোগ সম্পাদক- মানজুরুল ইসলাম (দৈনিক সংবাদ কণিকা),কার্যকরী সদস্য- শাহানুর রহমান ও নূরুন্নবী ইসলাম নূর।

Comments
Loading...