কাশ্মীর ‘ফেরত’ নিতে চান বেনজির ভুট্টোর ছেলে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরসহ পুরো কাশ্মীর অঞ্চল ‘ফেরত’ নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।
শুক্রবার পাঞ্জাবে মুলতান অঞ্চলের দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ২৫ বছর বয়সী বিলাওয়াল এ হুমকি দেন।
উপমহাদেশের রাজনীতির ক্ষমতাধর ভুট্টো পরিবারের এ তরুণ রাজনীতিক হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি কাশ্মীর ফিরিয়ে নেবো, পুরোটাই, আমি এর এক ইঞ্চিও ছেড়ে দেবো না, অন্য প্রদেশগুলোর মতোই এটিও (কাশ্মীর) পাকিস্তানেরই অংশ।
বিলাওয়াল যখন এ ধরনের হুমকি দিচ্ছিলেন তখন মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক দুই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও রাজা পারভেজ আশরাফ।
অনুষ্ঠানে ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিকল্পনাও ঘোষণা করেন বিলাওয়াল।
বিলাওয়ালের মা বেনজির দু’বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ২০০৭ সালে আততায়ীর গুলিতে নিহত। বিলাওয়ালের নানা জুলফিকার আলী ভুট্টোও অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জুলফিকার আলীই পিপিপি প্রতিষ্ঠা করেন। আর বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।