কাহালুতে গরু ব্যাবসায়ীকে চাকু মেরে টাকা লুট
ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালুতে গরু ব্যাবসায়ীকে চাকু মেরে অহত করে টাকা লুট করা হয়েছে। জানা যায় কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের মোঃ আনছার আলীর পুত্র গরু ব্যাবসায়ী মোঃ আলম (৪০) কে আজ শুনিবার গরু কিনার উদেশ্যে ভোর ৪টা ৩০ মিনেটে জামগ্রাম জামাদার রোডের সোনার পাড়া নামক স্থানে যেতেই ৪/৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র রামদা চাকু নিয়ে ব্যাবসায়ীর পথ রোধ করলে সে টাকা দিতে অসিকৃতি যানালে তাকে প্রথমে মুখ বাধা হয় পরে ধারালো চাকু দিয়ে তার হাতে এলোপাথারী আঘাত করতে থাকে এতেও কাজ না হলে ডাকাত দল পেটে চাকু মাললে ব্যাবসায়ী আলম অচেতন হয়ে পড়লে তার কাছে ব্যাগে থাকা ২ লাক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে আহত ব্যাবসায়ী আলম মুখের বাধন খুলে চিৎকার দিলে রাস্তার পাশের বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় শেষ খবরে যানাযায় মামলার প্রস্থুতি চলছে।