Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাহালুতে হেযবুত তওহীদের আলোচনা সভা

  SAM_7370-1ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের গুড়বিশা ও মালঞ্চা বাজারে পৃথক ভাবে তিনটি আলোচনা সভা আয়োজন করা হয় ও সাধারন মানুষকে ধর্মব্যব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে দল মত সবাই মিলেমিশে এক সঙ্গে দেশের মঙ্গলের জন্য হেযবুত তাওহীদের সঙ্গে কাজ করার আহব্বান করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গুড়বিশার মোকলেছার রহমানের চা ষ্টোলে আলচনা সভার আয়োজন করা হয় এসময় উপস্থিত ছিলেন গুড়বিশা ২ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি মো. মাহাফুজার রহমান সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিরবর্গ। এদিকে গুড়বিশার পশ্চিম পাশে হাকিম চা স্টলেও আনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে হেযবুত তওহীদের জন্য পথচলা প্রসারিত হওয়ার এবং সত্তের উপর অনড় থাকতে পারে। একই দিনে উপজেলার মালঞ্চা মেডিসিন কণারে সন্ধায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে সার্বিক সহযোগিতা করেন দৈনিক বজ্রশক্তি কাহালু উপজেলা ক্রাইম রিপোর্টার ও বাংলাদেশের পত্র ডট কমের কাহালু প্রতিনিধি বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কাহালু উপজেলার সহ সভাপতি সাংবাদিক মো. ইমরান হোসেন। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন হেযবুত তাওহীদ সদস্য ও দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি খাজা আহম্মেদ রতন। উক্ত উনুষ্ঠানে শতাধিক মানুষ হেযবুত তাহীদের সঙ্গে একমত পোষন করেন।

Leave A Reply

Your email address will not be published.