কিংবদন্তী সংগীতশিল্পী জন লেননের খুনীর মুক্তির আবেদন বাতিল
কিংবদন্তী সংগীতশিল্পী জন লেননের খুনীর প্যারোলে মুক্তির আবেদন অষ্টমবারের মতো প্রত্যাখ্যান করেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।
মার্ক চ্যাপম্যান ১৯৮০ সালে বিশ্বব্যাপী জনপ্রিয় শিল্পী লেননকে গুলি করে হত্যা করেন।
১৯৮১ সালে চ্যাপম্যানকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তার বয়স ৫৯ বলে বিবিসি জানিয়েছে।
ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে লেননকে ৪টি গুলি করেন চ্যাপম্যান।
প্যারোল বোর্ড জানিয়েছে, প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও বিটলসের প্রতিষ্ঠাতা সদস্যকে হত্যা তার “পরিবার ও তার ভক্তদের জন্য বিশাল এক বিপর্যয়।”
“আপনার মুক্তি সমাজের কল্যাণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তা হবে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার পতন।”
দুই বছরের মধ্যে চ্যাপম্যান পুনর্বার প্যারোলের জন্য আবেদন করতে পারবেন।
জন লেনন ১৯৪০ সালের ৯ অক্টোবর যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহণ করেন। ইংরেজ এই শিল্পী একাধারে গায়ক, গীতিকার ও বাদক ছিলেন। বিশ্বের জনপ্রিয় সংগীতের ইতিহাসে অন্যতম সফল ব্যান্ড বিটলসের প্রতিষ্ঠাতা সদস্য তিনি।