Connecting You with the Truth

কিশোরগঞ্জ ও হোসেনপুরে ভূ-কম্পে হাজারো মানুষ রাস্তায়

nwes 105

এখলাছ উদ্দিন রিয়াদ ,কিশোরগঞ্জ : 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো গোটা কিশোরগঞ্জ জেলাসহ সারাদেশ। দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে এই ভূমিকম্পন অনুভূত হয়। সবকিছু কেঁপে উঠে। আতংকিত হাজার হাজার মানুষ, এমনকি ভিবিন্ন ক্লিনিকের রোগিরাও রাস্তায় নেমে আসেন।হুড়াহুড়ি ভাবে নেমে আসার সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কিশোরগঞ্জে আবহাওয়া অফিস না থাকায় ভূমিকম্পনের সময় ও মাত্রা বলতে পারেননি। ১ মিনিটের বেশি সময় ধরে মাঝারি ভূমিকম্পন অনুভূত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।

এ ভূমিকম্পে কিশোরগঞ্জ শহরের উঁচু উঁচু কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

হোসেনপুরঃ

হোসেনপুরে অধিকাংশ স্থানে দু-দফায় শক্তিশালী ভূ-কম্পন অনুভুতি হয়। এ সময় হোসেনপুরের ভবনগুলো এবং হাসপাতাল থেকে মানুষ আতঙ্কে রাসত্মায় নেমে আসে। স্থানীয় সূত্রে জানাযায়, দু-মাত্রায় ভূ-কম্পনে লোকজন চরম আতঙ্কে হতভম্ব হয়ে যায়। এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিকটার স্কেলে ৭ দশমিক ৫। তবে এই দু-মাত্রায় ভূ-কম্পনে তেমন কোন ক্ষয় -ক্ষতি হয়নি।

Comments
Loading...