কিশোরগঞ্জে আ’লীগ কার্যালয়ে আগুন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়াচরে আওয়ামী লীগের কার্যালয়ে ও একটি অটোরিকশা গ্যারেজ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে আওয়ামী লীগ কার্যালয় ও পাশের একটি অটোরিকশা গ্যারেজে আগুন দেখে কুলিয়ারচর ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা। ফায়ার সার্ভিস আসার আগেই কার্যালয়ের আসবাব পুড়ে যায়।
ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, আগুনে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি। অটোরিকশা গ্যারেজ মালিক আবুল হোসেন জানান, তার গ্যারেজে সাতটি অটোরিকশাসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল। সবকিছু পুড়ে গেছে। এতে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান খান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং এ ব্যপারে যথাযথ ব্যবস্থা নিবেন।