Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কিশোরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

রউফুল আলম, কিশোরগঞ্জ: নীলফামারীর কিশোরগঞ্জের গদা গ্রামে যমুন্বেশ্বরী নদীতে পড়ে একরামুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকাল আনুুমানিক ৭ টার সময় কিশোরগঞ্জ সদর গদা গ্রামের কৃষক একরামুল হক (৫৫) নদীর ওপারে তার নিজ জমিতে রোপা আমনের বীজ লাগানোর জন্য যমুন্বেশ্বরী নদী পারাপারের সময় নদীর স্রোতের পাকে পড়ে (নিখোঁজ) ডুবে যায়। সেখানে ডুবে যাওয়ার সাথে সাথেই এলাকাবাসী তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে রংপুর ডুবুরী দলকে খবর দেয়। উৎসুক জনতা নদীতে নেমে বিভিন্ন ভাবে লাশের সন্ধানের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। নিখোঁজ হওয়া একরামুলের লাশের সন্ধানের জন্য এলাকাবাসী মসজিদের মাদ্রাসায় দান সদকা মান্নত করে যাচ্ছেন। তার নিখোঁজ একরামুল হক নদীতে ডুবে যাওয়ার ফলে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ খুঁজে পাওয়া যায় নি। রিপোর্র্টার্স ইউনিটি, কিশোরগঞ্জের সভাপতি আব্দুল মান্নান জানান, গত তিনমাসে এই নদীতে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.