কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময়
কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মতবিনিময় সভা জঙ্গিবাদ বিরোধী প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠান করেছে নীলফামারী জেলা হেযবুত তওহীদ। শুক্রবার সন্ধায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে হেযবুত তওহীদের নীলফামারী জেলা আমির মো. ইসরাইল আলিমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. ফজল কাদির। হেযবুত তওহীদ সদস্য মো. তানভীর হাসান রাসেলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় হেযবুত তওহীদের কার্যক্রম তুলে ধরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল মিডিয়া কর্মীদের ভ‚মিকা রাখার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ সদস্য দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম।
গণমাধ্যম কর্মীদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের কার্যক্রমের সাথে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন নাগরিক কমিটির মহাসচিব মো. শরিফুল ইসলাম সাজু, সভাপতি একেএম আবু সাঈয়েদ সাবুল।
মতবিনিময়ে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।