Connecting You with the Truth

কিশোর কারুণিক এর কবিতা: ধন্য হবে জীবন

ছন্দে ছন্দে যদি জীবন চলতো

তবে সুকান্তকে লিখতে হতো না
পূর্ণিমার চাঁদ ঝলসানু রুটি।

কালমাক্সের কমিউনিজম যদি স্বার্থক হতো
উচ্চবিত্ত শ্রেনীর মুখে থাকত না হাসি।

উত্তর থেকে দক্ষিন
পূর্ব থেকে পশ্চিম
শুধু আহাজারি লুটতরাজ
দূর্নীতির রাহুগ্রাসে রাষ্টব্যবস্থা
যেখানে যাই সেখানেই হতাশা
মুখোসের বাড়বাড়ন্তে মিথ্যার ফানুস।kishore pi01

সব কিছুতেই পরির্বতন হওয়া দরকার
দিনটা বদল হওয়া দরকার
নিঃপেষিত মানুষগুলো হাসতে ভুলে গেছে
নির্যাতিত মানুষগুলো স্বপ্ন দেখতে ভুলে গেছে
এই ভাবে আর কত দিন!

হে নিঃপেষিত মানুষেরা
হে নির্যাতিত মানুষেরা
রুখে দাঁড়াও, ছিনিয়ে নাও
মানুষের মত মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার।
এই সুন্দর পৃথিবীর শষ্য শ্যামলায়
আদায় করো তোমার প্রাপ্যতা।

জীবন যদি যায় তবে যাক
আজ থেকে শুরু হোক সুন্দর স্বপ্ন দেখা
আজ থেকে শুরু হোক প্রাণ খুলে হাসা।
ভালবাস জীবন প্রবাহকে
ভালবাস সত্যকে
স্নান করো জ্ঞানের আলোতে
ধন্য হবে জীবন তোমার
ধন্য হবে!

Leave A Reply

Your email address will not be published.