Connecting You with the Truth

কুকুর হত্যার দায়ে দুই সৌদি নাগরিকের জেল

আন্তর্জাতিক ডেস্ক:

কুকুরের ওপর দিয়ে ইচ্ছাকৃত গাড়ি চালিয়ে ও তা ভিডিও করার দায়ে জেল-জরিমানার মুখোমুখি হচ্ছেন দুই সৌদি নাগরিক।  সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনায় উঠে আসে। ভিডিওতে দেখা যায়, সৌদি আবরের কোনো এক মরুভূমিতে একটি কুকুর দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় কুকুরটিকে তারা দেখতে পায়। এরপর কুকুরটির ওপর দিয়ে গাড়ির চাকা উঠিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, কুকুরটির মৃত্যু না হওয়া পর্যন্ত অন্তত দশবার এ কাজটি করা হয়। একজন পাশে দাঁড়িয়ে ঘটনাটি ভিডিও করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই দুই জনকে আইনের আওতায় আনতে জোর দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.