Connecting You with the Truth

কুমিল্লায় হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: হেযবুত তওহীদের কুমিল্লা জেলা কার্যালয়ে ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে হেযবুত তওহীদের কুমিল্লা জেলা আমির মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের চট্রগ্রাম,কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিভাগীয় আমির এবং দৈনিক বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মো. সফিকুল আলম উখবাহ বলেছেন, হেযবুত তওহীদ হক, হেযবুত তওহীদ সত্য। ধর্ম এসেছে মানবতার কল্যাণের জন্য। আর এ মানবতার ধর্ম, আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠা করতে হলে, যারা হেযবুত তওহীদে এসেছেন, তারা নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে নিঃস্বার্থ ভাবে মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যের পক্ষে ঐক্যবব্ধ হওয়ার আহ্ববান করতে হবে। যারা নিঃস্বার্থ ভাবে মানুষকে এ সত্য পোছাবে তারাই মোমেন এবং আল্লাহর সন্তুষ্টির অর্জনকারী। মানুষকে ধ্বংসের মধ্য দিয়ে জান্নাত পাওয়া যায়না, মানুষকে রক্ষার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ সম্ভব। আজকে যারা ধর্মের ভুল ব্যাখ্যার কারণে জঙ্গিবাদের মতো ধ্বংসাত্নক কাজ করছেন তাদের সামনে ধর্মের প্রকৃত রূপ তুলে ধরতে হবে। আর এ কাজটিই নিঃস্বার্থ ভাবে করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা সহ অন্যান্য এলাকার নেতৃবৃন্দগণ।

Comments
Loading...