Connecting You with the Truth

কুশু ফেডারেশনের ‌‘জাতীয় কুশু জাজেস কোর্স’ সমাপ্ত

নিউজ ডেস্ক:
বাংলাদেশ কুশু ফেডারেশনের জাতীয় কুশু জাজেস কোর্স সমাপ্ত ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।

বাংলাদেশ কুশু ফেডারেশনের পক্ষ থেকে জাজেস নিযুক্ত হয়েছেন- আলী হোসেন, মোফাজ্জল হুসাইন সরদার, আবু সুফিয়ান, মো. আশিক ইকবাল, ইসরাইল আলিম, মোজাম্মেল হক, আসলাম রাসেল, আনোয়ার হেসন, মোঃ নাদীম।

নিযুক্ত জাজেসদের হাতে সনদপত্র তুরে দেন বাংলাদেশ কুশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন।

Comments
Loading...