Connecting You with the Truth

কুষ্টিয়ায় ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু

বাউল সম্রাট ফকির লালন শাহের গান, বাউলমেলা ও সাধুসংঘের মধ্য দিয়ে আজ কুষ্টিয়ার ছেঁউরিয়াতে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করা হবে। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরণের প্রস্তুতি।  আখড়ায় জড়ো হয়েছেন লালন ভক্তরা। গুরুকে মনে ধারণ করে ধ্যানে মগ্ন সাধকরা। তারা জানান, বাউল সাধক ফকির লালন শাহের জীবদ্দশায় দোলপূর্ণিমায় পালন করা হতো দোল উৎসব। আর এ উৎসবকে ঘিরেই বসতো সাধুসংঘ। সেই ধারাবাহিকতায় লালন আখড়াবাড়িতে প্রতি বছর এ উৎসবের আয়োজন করেন লালন ভক্তরা। সাঁইজির রীতি অনুসারে দোলপূর্ণিমার সন্ধ্যায় অধিবাসের মধ্যদিয়ে ২৪ ঘণ্টার দোলসঙ্গ শুরু হয়। আজ সন্ধ্যায় চাল-জল গ্রহন করে সাধুরা দোল পূর্ণিমার সাধুসংঘ শুরু করবে। এদিকে হরতাল-অবরোধের মধ্যে উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Comments
Loading...