কুষ্টিয়া চিনিকলে ট্যাংকধস, উৎপাদান বন্ধ
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া চিনিকলে গত মঙ্গলবার রাতে মোলাসেস ট্যাংকসহ বেশকিছু যন্ত্রাংশ ধসে পড়ে আখ মাড়াই বন্ধ হয়ে গেছে। এতে আখ মাড়াই কার্যক্রম পুনরায় চালু করতে ৪/৫ দিন লাগতে পারে বলে জানিয়েছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আহসান সিদ্দিক। মোলাসেস হচ্ছে অ্যালকোহল তৈরির অন্যতম কাঁচামাল। আহসান সিদ্দিক জানান, রাত সোয়া ১১টার দিকে হঠাৎ কারখানার ভেতরে থাকা দু’টি মোলাসেস ট্যাংক ধসে পড়ে। পরে স্টিম পাইপ ও পানির ট্যাংকও ধসে পড়ে। প্রায় ২০ ফুট উপর থেকে ধসে পড়ায় বিপুল পরিমাণ মোলাসেস গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, ৭৮ দিনে এক লাখ মে. টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত ৫ ডিসেম্বর এ চিনিকলে নতুন আখ মৌসুমে চিনি উৎপাদন শুরু হয়।