Connecting You with the Truth

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন সমাজের উন্নয়ন সভা

Vurungamari Kurigram News 18 05 2015  (2)
আব্দুল গণি, নাগেশ্বরী  প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুবিধাভোগীদের নিয়ে উন্নয়ন সভা করেছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ইউনিয়ন সমাজ ।  সোমবার উপজেলার দেওয়ানের খামারে অবস্থিত আরডিআরএস ফেডারেশন মিলনায়তনে ইউনিয়ন সমাজের দিনব্যাপী এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয় । এতে ভিজিএফ কর্মসূচীতে অন্তর্ভূক্তি বিষয়ে সদর ইউপির মহিলা সদস্য মোছা ঃ অছিনা বেওয়া এবং সরকার ও বৈদেশিক অর্থ সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘স্বপ্ন’ প্রকল্পের সুযোগ-সুবিধা ও অন্তর্ভূক্তি সম্পর্কে সম্ভাব্য সুবিধাভোগীদের সামনে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মামুন হোসেন । এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ যুবরাজ খান , সম্পাদক আসাদুজ্জামান খোকন , ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর (আইবি) ফিল্ড অর্গানাইজার দুলাল হোসেন , ইউনিয়ন সমাজের সভানেত্রী ফিরোজা বেগম সহ ব্র্যাক পল্লী সমাজের নেতৃবৃন্দ ।

 

 

Comments
Loading...