Connecting You with the Truth

কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মদ, গাঁজা ও ফেনসিডিলসহ প্রায় দেড় লাখ টাকার মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকার ৫টি পয়েন্টে অভিযান চালিয়ে ৩৬ বোতল অফিসার্স চয়েস মদ, ২৮ বোতল ব্লাক পাওয়ার মদ, ৩২ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার ওমর আলীর নেতৃত্বে টহলদল বাহির কেদার নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল অফিসার্স চয়েস মদ আটক করে। পাখিউরার চর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আইয়ুব আলীর নেতৃত্বে টহলদল কালাইর চর নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২৮ বোতল ব্লাক পাওয়ার মদ আটক করে। নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্ত ফাঁড়ির নায়েক আমিনুল ইসলামের নেতৃত্বে টহলদল মানিক কাজি ফকির পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৩২ বোতল ফেনসিডিল আটক করে। ফুলবাড়ী উপজেলার বালার হাট সীমান্ত ফাঁড়ির হাবিলদার সাফিকুল ইসলাম এর নেতৃত্বে টহলদল খলিসা কোটাল নামক স্থানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা আটক করে। ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়াল কুড়ি সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. আব্দুস সোবান এর নেতৃত্বে টহলদল দক্ষিণ তিলাই নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১২ বোতল অফিসার্স চয়েস মদ আটক করতে সক্ষম হয়।
চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন জানান, কুড়িগ্রাম জেলার ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব মাদকদ্রব্য আটক করতে সক্ষম হচ্ছে বিজিবি। 

Comments
Loading...