Connecting You with the Truth

কুড়িগ্রামের ১২ ছিটমহলের ভারত গমনেচ্ছুকদের ট্রাভেল পাশ বিতরন শুরু

Kurigram Sitmohol Travel Pass photo- 07.09.15কুড়িগ্রাম প্রতিনিধি : সদ্য বিলুপ্ত কুড়িগ্রামের ১২ টি ছিটমহল থেকে ভারত গমনেচ্ছুকদের মধ্যে ট্রাভেল পাশ ও পরিচয় পত্র বিতরন শুরু হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ও ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্ত্বরে রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের স্টাফ সদস্য তিমির ঘোষের নেতৃত্বে ২ টি প্রতিনিধি দল ট্রাভেল পাশ বিতরন শুরু করেছে। বিতরন চলবে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত।

স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ভারতের অভ্যন্তরের ১৬২ টি ছিটমহলে গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত যৌথ জনগণনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের ৯৮৭ জন বাসিন্দা ভারত যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে কুড়িগ্রাম জেলার ১২ টি ছিটমহল থেকে ভারতে গমনেচ্ছুক ৩০৫ জনকে ট্রাভেল পাশ দেয়া হচ্ছে। একই সময় লালমনিরহাট জেলার ৫৯ টি ছিটমহল থেকে ২৪৩ জন ও পঞ্চগর জেলার ৩৬ টি ছিটমহল থেকে ৪৩৯ জনকে ট্রাভেল পাশ দেয়া হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভারতে যাওয়ার সুযোগ পাবে ট্রাভেশ পাশ ধারীরা। এসময় সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...