কুড়িগ্রামে আওয়ামীলীগের অবরোধ ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ দলের ডাকা অবরোধ, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের ঘোষপাড়া কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, যুগ্ন সম্পাদক এডভোকেট আব্রহাম লিংকন, সাংগাঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজীউল ইসলাম প্রমুখ। বক্তারা ২০ দলের টানা অবরোধ, হরতাল ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার এবং নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার আহবান জানান।