Connecting You with the Truth

কুড়িগ্রামে আনন্দ আয়োজনে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

শাহ্ আলম, কুড়িগ্রাম: নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশে বাংলাদেশের উত্তরন হওয়ার আনন্দ আয়োজনে কুড়িগ্রামে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম ধরলা ব্রীজ সংলগ্ন শেখ রাসেল পার্ক মাঠে অনুষ্ঠিত এ ঘোড়দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী আবেদ হাসান, কুড়িগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ চেয়ারম্যান, নারী-পুরুষ, শিশু, বৃদ্ধসহ হাজার হাজার দর্শক। এ প্রতিযোগীতায় কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার ৩২টি ঘোড় সওয়ার ৮টি রাউন্ডে অংশ নেয়। বিজয়ী হয় নওগার ঘোড় সওয়ার নাজমুল ইসলাম। দ্বিতীয় হয় গাইবান্ধা বামনডাঙ্গার ঘোড় সওয়ার মিলন। খেলায় পুরুষ ঘোড় সওয়ারের পাশাপাশি মেয়ে সওয়ার নওগার তাসমিন অংশ নেয়ায় দর্শকের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় দ্বিগুন।
পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজি আবেদ হাসান। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Loading...