কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত কাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন জেলা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে উপ-পরিচালক নুরুল আমিন আনসারির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত, মক্তব শিক্ষক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামছুল ইসলাম প্রমুখ। দিবসটি উপলক্ষে ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় শিশু বই মেলা।