কুড়িগ্রামে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের রাজীবপুরে জবেদা খাতুন (২৬) নামের এক গৃহবধু নির্মম ভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুবৃত্তরা তাকে নির্যাতনের পর শ্বাস রোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশে একটি ধান ক্ষেতে ফেলে রাখে। আজ শনিবার পুলিশ লাশ উদ্বার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দুর্গম তেররশি পাড়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত জবেদা খাতুনের স্বামী ছানোয়ার হোসেন একজন দিনমজুর।
ছানোয়ার হোসেন জানান, রাতে কোন প্রয়োজনে বাড়ির বাইরে গেলে সে আর ফিরে আসেনি। সকালে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। কি কারনে কারা খুন করেছে তা তাৎক্ষনিক ভাবে জানাতে পারেননি তিনি। তাদের ঘরে ৭ বছরের এক মেয়ে সন্তান রয়েছে।
রাজীবপুর থানার এসআই আশরাফুজ্জামান জানান, আজ শনিবার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। খুনের সঙ্গে তার স্বামী জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।