কুড়িগ্রামে চাচিকে পিটিয়ে হত্যা, ঘাতক আটক
কুড়িগ্রাম : কুড়িগ্রামের সদর উপজেলার চর কুড়িগ্রাম এলাকায় শাহজাহান আলী ওরফে জানু (৩৫) নামে এক যুবকের এলোপাতাড়ি মারধরে নিহত হয়েছেন তারই বড় চাচি রাবেয়া বেগম (৫৫)। এসময় আহত হয়েছেন ঘাতক ছেলের মা আঞ্জুয়ারা বেগম (৫০) ও বাবা উমেদ আলী (৫৫)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মা-বাবাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামবাসীদের সহায়তায় ঘাতক শাহাজাহান আলীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শাহজাহান আলী তার হাতে থাকা কাঠের বাতা (টুকরো) দিয়ে মা আঞ্জুয়ারা বেগম ও বড় চাচি রাবেয়া বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে মারপিট করে।
এ সময় বাবা উমেদ আলী বাধা দিতে গেলে তাকেও মারপিট করে পাষণ্ড ছেলে। এ অবস্থায় আহত ৩ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশিদুল করিম ইসতেশাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সহায়তায় ঘাতক শাহজাহান আলীকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।