Connecting You with the Truth

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সারাদেশের ন্যায় শনিবার সকাল ৮টায় কুড়িগ্রাম সদর হাসপাতাল চত্ত¡রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায়, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডাঃ মাহবুবুল ইসলাম, রংপুর ও রাজশাহী বিভাগের নিউট্রেশন অফিসার মোঃ শহিদুল হাসান প্রমুখ।
দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামের ৯ উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে কুড়িগ্রাম জেলায় ১হাজার ৯শ ৪৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬শ ৯০ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬শ ৭১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ও সদরের পশ্চিম পলাশবাড়ীসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।

Comments
Loading...