কুড়িগ্রামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা
কুড়িগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি প্রবর্তিত ২২তম শিশু দিবস উপলক্ষে কুড়িগ্রামে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম এর আহবায়ক শ্যামল ভৌমিক। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, শিশু কিশোর মেলার সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার প্রমূখ। পরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম, প্রগতি সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সংগীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয়, চিত্রাংকনসহ ৯টি বিষয়ে ৪টি গ্রুপে জেলার ৯ উপজেলার বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারীরা সরাসরি কেন্দ্রীয় প্রতিযোগীতায় অংশ নেবে।