Connecting You with the Truth

কুড়িগ্রামে বোরো বীজতলা পরিচর্যা বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

 

Kurigram Agriculture  News Vt- 27.01.15 001কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বোরোর বীজতলা পরিচর্যা ও তুলনা মূলক ফলাফল প্রদর্শনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের হলোখানা ও পাঁচগাছী ইউনিয়নে অনুষ্ঠিত এ মাঠ দিবসে কৃষি সম্প্রসারন বিভাগের বিভিন্ন কৃষক মাঠ স্কুলের সদস্যরা অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ আমীর হোসেন ব্যাপারী, ইএসডিওর সি পি সি কে এন সরকার, প্রকল্প ব্যাবস্থাপক আল মাহমুদ। শুকনো বীজতলা পদ্ধতি ব্যবহারের ফলে ঘন কুয়াশা ও শীতের প্রভাবে চারা নষ্ট হয় না। এই পদ্ধতিতে চারা ভেজা বীজতলার তুলনায় দ্রুত বৃদ্ধি পায় ফলে কম সময়ে কম খরচে পোকা মাকড় ও রোগবালাই মুক্ত সুস্থ, সবল চারা পাওয়া যায়।  কেয়ার বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে হোয়্যার দ্যা রেইন ফলস প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে।

 

Comments
Loading...