Connecting You with the Truth

কুড়িগ্রামে ম্যাটস শিক্ষার্থীদের মানব বন্ধন

শাহ্ আলম, কুড়িগ্রাম: ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে ম্যাটস (মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক মোল্ল্যা, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সদস্য সুমন চন্দ্র মোদক, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি লাভলু মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা প্রমুখ।
বক্তারা বলেন, ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য দ্রæত স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। দাবী মানা না হলে ম্যাটস শিক্ষাথীরা চুড়ান্ত পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

Comments
Loading...