Connecting You with the Truth

কুড়িগ্রামে হরতালের পক্ষে বিপক্ষে বিএনপি-আ’লীগের বিক্ষোভ-সমাবেশ

কুড়িগ্রাম প্রতনিধিি :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় ডাকা হরতালের অংশ হিসেবে কুড়িগ্রামে গতকাল ভোর ৬টা থেকে হরতাল শুরু হয়। পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে সকাল ১০টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঘোষপাড়াস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ঘুরে পুনঃরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, শিবির সভাপতি রাশিদুজ্জামান রোমান প্রমূখ।
হরতালে সকাল থেকেই অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। তবে স্কুল, কলেজ, অফিস আদালত খোলা দেখা যায়। তবে দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
অপরদিকে, বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে সাবেক এমপি জাফর আলীর নেতৃত্বে গতকাল সকাল ১১টার দিকে হরতাল বিরোধী একটি মিছিল বের হয়ে শহর ঘুরে শাপলা চত্ত্বর এসে শেষ হয়। মিছিলে আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Comments
Loading...