Connecting You with the Truth

কুড়িগ্রামে ৫২ ভূমিহীনকে কৃষি খাসজমির দলিল হস্তান্তর

Kurigram Khash Land Distribution photo- 31.01.15কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে অতি দরিদ্র ৫২ ভূমিহীনের মাঝে কৃষি খাসজমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চর জীবিকায়ন কর্মসূচির সহযোগিতায় দলিল হস্তান্তর করেন, রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। এ কর্মসূচির অধীন সদর উপজেলার ৩টি ইউনিয়নের ৫২ জন ভূমিহীনকে ২৫ শতক করে কৃষি খাসজমির কবুলিয়ত দলিল প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক এ বি এম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) এস এম আবু হোরায়রা, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বাস্তবায়নকারী সংস্থা জীবিকার পরিচালক মানিক চৌধুরী উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়ায় টমটম উল্টে চালকের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি:
মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে শুক্রবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মো. আলম খান (৩০) নামে এক টমটমচালকের মৃত্যু হয়েছে। আলম উপজেলার ওয়াহেদাবাদ গ্রামের মো. সাত্তার খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ধানীসাফা বাজারে পাথরঘাটাগামী একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে চালক আলম খান আহত হন। গুরুতর অবস্থায় আলমকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে আলমের মৃত্যু হয়।

Comments
Loading...