Connecting You with the Truth

কুড়িগ্রাম নাগেশ্বরীতে ওসিসহ সাত পুলিশ প্রত্যাহার

images (6)নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসিসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নাগেশ্বরী সীমান্তে মাদক পাচারকারীকে ধরতে গিয়ে বিএসএফের হাতে এক এসআই আটক হওয়ার ঘটনার জের ধরে কর্তব্যে অবহেলার দায়ে এ ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যাঁদেরকে প্রতাহার করা হয়েছে তাঁরা হলেন, ওসি আব্দুল্লাহ আল সাঈদ, এসআই আরিফুর রহমান, শামসুল হক এবং আলমগীর হোসেন, এএসআই হাসান আলী এবং কনস্টেবল আমিনুল ইসলাম ও জাহিদুল হক।

পুলিশের বিশেষ শাখার ওসি সোহবার হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক চোরাকারবারীদের আটক করতে গিয়ে বিএসএফ’র হাতে আটক হন শামসুল নামে এক এসআই। এ সময় অপর পাঁচ পুলিশ সদস্য পালিয়ে যান। ঘটনার সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় বিএসএফ ও বিজিবি’র মধ্যস্থতায় এসআই শামসুলকে ফেরত দেয় বিএসএফ।

এ ব্যাপারে পুলিশ সুপার তবারক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের চালান আটক করতে গিয়ে প্রতারণার শিকার হয় পুলিশের দলটি। কথিত সোর্স তাঁদেরকে ভুল পথে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। অন্য সদস্যরা পালিয়ে যেতে সমর্থ্য হলেও এসআই শামসুলকে বিএসএফ আটক করে।

Comments
Loading...