Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রাম ফুলবাড়ীতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর ভিডিও চিত্র ধারন ও প্রচারের দায়ে ৪ বখাটের বিরুদ্ধে মামলা।

kurigram (1)
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শ্লীলতাহানীর ভিডিও চিত্র মোবাইলে ধারন করে প্রচার করার অপরাধে ৪ বখাটের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী নিজে বাদী হয়ে পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে এ মামলা দায়ের করেন ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রখানা গ্রামের ওবায়দুল হকের কন্যা ও ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজের বিএম শাখার প্রথম বর্ষের ছাত্রী মর্জিনা খাতুন(১৮)’র সাথে একই গ্রামের মনছুর আলীর বখাটে পুত্র মজিদুল ইসলাম বাবু (২০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত মঙ্গলবার সকালে প্রেমিক বাবু কথা বলার জন্য মর্জিনা কে পার্শ্ববর্তী ফুলবাড়ী ডিগ্রী কলেজ বিল্ডিংয়ের ২য় তলার নির্জন শ্রেণীকক্ষে নিয়ে যায়। সেখানে ৪/৫ সহযোগী মিলে গল্প করার এক পর্যায়ে সকলের যোগসাজসে বাবুর সহযোগী লালমনির হাট জেলার কুলাহাট ওয়াপদা বাজার এলাকার বখাটে যুবক রাশেদুল হক হৃদয় মর্জিনাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় প্রেমিক বাবু ,তার সহযোগী চন্দ্রখানা গ্রামের আয়নাল হকের পুত্র হাবিবুর রহমান হাবিব(২১) ও নন্দির কুটি গ্রামের ইউসুফ আলীর পুত্র আজিজুর রহমান সুমন (২২) মোবাইল ফোনের মাধ্যমে ওই চিত্র ধারন করে। বখাটেরা মর্জিনাকে ঘটনা প্রকাশ না করার জন্য বলে এবং প্রকাশ করলে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে তারা ভিডিও চিত্র এলাকায় মোবাইলে মোবাইলে ছড়িয়ে দেয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ সত্যতা স্বীকার করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.