Connecting You with the Truth

কুড়িয়ে পাওয়া ২৮ মিলিয়ন ডলার ফেরত

image_117965_0আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের রাজধানী টোকিওর কয়েকজন নাগরিক কুড়িয়ে পাওয়া ২৮ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছেন। ওই অর্থের তিন-চতুর্থাংশ প্রকৃত মালিকদের ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  সোমবার একটি বার্তা সংস্থার খবরে জানানো হয়, এটি জাপানিদের তাক লাগানো সততার নজির। টোকিও মেট্রোপলিটন পুলিশের এক নারী মুখপাত্র জানান, সম্প্রতি টোকিওর কয়েকজন নাগরিক ৩ দশমিক ৩৪ বিলিয়ন জাপানি ইয়েনভর্তি একটি ব্যাগ পান। এরপর তারা সেটি তাদের স্থানীয় থানায় হস্তান্তর করেন। স্পোর্টস-ব্যাগ কুড়িয়ে পাওয়া ব্যক্তি জানান, খেলাধুলার একটি ব্যাগে ওই অর্থ ছিল। তা দিয়ে অনায়াসে একটি মার্সেতি গ্রানটুরিসমো এমসি গাড়ি অথবা টোকিওতে একটি অ্যাপার্টমেন্ট কেনা যেত। পুলিশের ওই নারী মুখপাত্র  আরো জানান, কুড়িয়ে পাওয়া অর্থের ৭৪ শতাংশই প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয়া হয়। জাপানের আইন অনুসারে, কুড়িয়ে পাওয়া অর্থের মালিককে তিন মাসের মধ্যে না পাওয়া গেলে, অর্থ প্রাপক তা খরচ করতে পারেন।  কিন্তু মালিকের খোঁজ পাওয়া না গেলেও প্রাপকরা  অধিকার  পরিত্যাগ করায় রাজকোষাগারে ৩৯০ মিলিয়ন ইয়েন ফেরত গেছে!

Comments
Loading...