Connecting You with the Truth

কুয়েট শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

lash uddhar

খুলনা অফিস:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রাকিব আলম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বৈকালীর আফজালের মোড়ে মেস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। রাকিব কুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সম্প্রতি স্নাতক পাস করেছেন। নিহত রাকিব নওগাঁ জেলার মান্দা উপজেলার দাশপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে।

নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আনোয়ার হোসেন বিষয়টি জানান, উদ্ধারকৃত মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে তিন-চারদিন আগে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

জানা যায়, নিহত রকির গলায় ওড়না পেচানো ছিল। এছাড়া পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

Comments